ইডেনে কলকাতার দেয়া ১৭২ রানের জবাবে খেলতে নেমে দারুণ শুরু করেছিল হায়দরাবাদ। শিখর ধাওয়ানের আউটের পরই পথ হারিয়ে ফেলে তারা। নুমান ওঝা ও যুবরাজ সিং চেষ্টা করেছিলেন। তবে সাকিবের বলে মিড অনে সতিশকে ক্যাচ দেন যুবি। এঝাকে ফেরান নারাইন। কলকাতার হয়ে নারাইন ৩টি, কুলদ্বীপ যাদব দুটি উইকেট নেন।
এর আগে ইউসুফ পাঠান ও মনীষ পাণ্ডের ব্যাটিংয়ে ২০ ওভারে ১৭১ রান তুলে কলকাতা। ৩০ বলে ৪৮ রান করে আউট হন পাণ্ডে। ৫২ রানে আউট হন পাঠান। কলকাতার ইনিংসের ১৭তম ওভারে এসে নিজের প্রথম উইকেটের দেখা পান মুস্তাফিজুর রহমান। নিজের করা তৃতীয় ওভারের চতুর্থ বলে হেনরিকসকে ক্যাচ দেন জেসন হোল্ডার।
এরপর ব্যাট হাতে উইকেটে আসেন সাকিব। মুস্তাফিজের প্রথম বলে ২ রান নিলেও পরের ৪ বল থেকে কেবল এক রানই নিতে পেরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।
ব্যাট হাতে বেশি রান করতে পারেননি সাকিব। ১০ বলে মাত্র ৭ রান করেছেন তিনি। আজ অবশ্য বেশ রান দিয়েছেন মুস্তাফিজ। এখন পর্যন্ত ৪ ওভারে ৩২ রান দিয়েছেন সাতক্ষীরার এই বোলার। বিনিময়ে পেয়েছেন হোল্ডারের উইকেট।