ঢাকা: রাজনৈতিক স্বহিংসতায় সৃষ্ট অচল অবস্থা চলমান থাকলেও একটি ইস্যুতে আওয়ামীলীগ ও বিএনপি একমত হয়েছে বলে মনে হচ্ছে। এই ধরণের ঐক্যের পরিধি আরো বৃদ্ধি পাক এমন আশা করা গেলেও ফলাফল কেমন হবে তা অজানা।
সম্প্রতি নারায়নগঞ্জে শিক্ষক লাঞ্চিতের ঘটনায় ন্যায় বিচার চেয়ে দুটি বড় দল একমত পোষন করেছে।
রোববার আওয়ামীলীগের প্রবীন নেতা ও স্বাস্থ্যমন্ত্রী মো: নাসিম অভিযুক্ত সাংসদ সেলিম ওসমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।
অপর এক সভায় অংশ নিয়ে বিএনপির প্রবীন নেতা মাহবুবুর রহমান বলেছেন, সাংসদ হয়ে সেলিম ওসমান কি ভাবে এই কাজটি করতে পারলেন। তিনি আগামী অধিবেশনের আগে সেলিম ওসমানকে পদত্যাগ করার আহবান জানান।