বাংলাদেশের সবচেয়ে বড় বৈশ্বিক ক্রিকেটার সাকিব আল হাসান। বরাবরের মতো এবারও ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন। এবার ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ক্যারিবিয়ান ক্রিকেট লীগেও (সিপিএল) খেলবেন সাকিব। জ্যামাইকা তালাওয়াশ তাকে দলে ভিড়িয়েছে ১ লাখ ১০ হাজার ডলারে। ক্যারিবিয়ান এ লীগে খেলার ব্যাপারে নতুন তথ্য দিলেন সাকিব। স্ত্রী উম্মে আহমেদ শিশিরের একান্ত ইচ্ছাতেই তিনি নাকি এখানে খেলবেন। সম্প্রতি সিপিএল-এর টুর্নামেন্টে মিডিয়ায় দেয়া এক সাক্ষাৎকারে সাকিব এ কথা জানান। বলেন, ‘আমি এই টুর্নামেন্টে খেলা দারুণ উপভোগ করি। এখানে খেলতে না চাইলেও আমার স্ত্রী ছাড়ে না। সে সব সময় চাই যেন আমি সিপিএল-এ খেলি। কারণ, আমরা সেখানে ক্যারিবিয়ান অনেক দ্বীপ দেখার সুযোগ পাই। সবগুলোয় অনেক সুন্দর।’ সাকিবের দলে রয়েছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও পাকিস্তানের ইমাদ ওয়াসিম। নিজের স্ত্রীকে নিয়ে এবার তিনি ক্রিস গেইলের বাড়ি যাওয়ার পরিকল্পনা করেছেন বলে জানালেন। সাকিব বলেন, ‘আমি ইতিমধ্যে সেখানে বেশ কয়েকবার সফর করেছি। তবে এবার আমরা (স্ত্রী-কন্যাসহ) ক্রিস গেইলের বাড়ির পার্টিতে অংশগ্রহণ করবো। সেখানে পার্টির কোনো অভাব নেই। কিন্তু আমার মূল লক্ষ্য- মাঠে ভালো পারফর্ম করা।’