বিয়ের ঘোষণা দিলেন আলোচিত চলচ্চিত্র অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। সম্প্রতি দেয়া একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ইনশাআল্লাহ বিয়ে করতে যাচ্ছি। এদিকে এরই মধ্যে হ্যাপির সাবেক প্রেমিক ও জাতীয় দলের পেস বোলার রুবেল হোসেন এর বিয়ের খবরও ভেসে বেড়াচ্ছে চারদিকে। তবে এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি রুবেল। তবে চলতি মাসের প্রথম সপ্তাহে রুবেল বিয়ে করেছেন বলে ধারণা করা হচ্ছে। আর তার বিয়ের খবর চাওর হতে না হতেই এবার হ্যাপির বিয়ের খবরটি উড়ে বেড়াচ্ছে চারদিকে। এর আগেও অবশ্য বিয়ের ঘোষণা দিয়েছেন হ্যাপি। সে সময় ‘ফান’ করে এমনটি করেছিলেন বলে সংবাদমাধ্যমকে জানান তিনি। তবে এবার হ্যাপি আসলেই বিয়ে করতে যাচ্ছেন নাকি ‘ফান’- ই করলেন সেটাই দেখার বিষয়।