ভোলায় মেঘনা নদীতে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে দুইটি বালুবাহী কার্গো জাহাজডুবির ঘটনা ঘটেছে। এতে জাহাজ দুটির ৬ শ্রমিক নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে মো. রফিক মিয়া (৪০), মিরাজ (২৪) নামে দুই শ্রমিকের নাম জানা গেছে। শনিবার দুপুরে জেলার সদর উপজেলার ইলিশা বিশ্ব রোড এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় রোয়ানুর তীব্র বাতাসের প্রভাবে নদীর স্রোতে কার্গোজাহাজ দুটি ডুবে যায়। এতে জাহাজে থাকা ৫ জনকে স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হয়। তবে এ ঘটনায় ৬ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকৃতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, কার্গো দুটির মাধ্যমে ভোলা শহর রক্ষা বাঁধের জিওব্যাগের বালু আনা হচ্ছিল। নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ শুরু হয়নি। তবে নিখোঁজদের পুলিশ ও স্থানীয় জেলেরা খোঁজ করছে বলে জানান তিনি।