রাতুল মন্ডল, ভালুকা থেকে ফিরে- ময়মনসিংহের ভালুকায় আগামী ৪ জুন অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
শুক্রবার উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য ও সংরক্ষিত (নারী) সদস্যদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়। এ সময় উৎসব মুখর পরিবেশে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা তাদের প্রতিক পেয়ে কর্মী-সমর্থকদের নিয়ে মিছিলসহ নিজ নিজ এলাকায় ফিরে যান।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে প্রাপ্ত তথ্যে জানাযায় চেয়ারম্যান পদে ৩৯, সদস্য ৩৪৬ ও সংরক্ষিত মহিলা সদস্য ১১৪ জনের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। এদের মধ্যে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীক পেয়েছেন ১নং উথুরা ইউনিয়নে বজলুর রহমান বাচ্চু, ২নং মেদুয়ারী ইউনিয়নে জেসমিন নাহার রানী, ৩নং ভরাডোবা বর্তমান চেয়ারম্যান শাহ আলম তরফদার, ৪নং ধীতপুর সফিকুল ইসলাম কামাল, ৫নং বিরুনিয়া রেদুয়ান সারোয়ার রাব্বানী, ৬নং ভালুকা শিহাব আমীন খান, ৭নং মল্লিকবাড়ী আকরাম হোসেন, ৮নং ডাকাতিয়া সাইফুল ইসলাম, ৯নং কাচিনা মুশফিকুর রহমান লিটন, ১০নং হবিরবাড়ী তোফায়েল আহমেদ বাচ্চু ও ১১নং রাজৈ নূরুল ইসলাম বাদশা। অপরদিকে বি এন পি মনোনীত ধানের শীষ পেয়েছেন ১নং উথুরা ফখর উদ্দীন জাহিদ, ২নং মেদুয়ারী আলী আজগর শিল্পী, ৩নং ভরাডোবা আব্দুর রহীম আকন্দ, ৪নং ধীতপুর স্থগিত, ৫নং বিরুনিয়া আব্দুল কাইয়ূম সরকার রিপন, ৬নং ভালুকা সাখাওয়াত হোসেন পাঠান, ৭ নং মল্লিকবাড়ী সারোয়ার জাহান এমরান, ৮নং ডাকাতিয়া আতিকুজ্জামান লস্কর, ৯নং কাচিনা খালেদুজ্জামান তালুকদার হুমায়ুন, ১০নং হবিরবাড়ী খলিলুর রহমান ও ১১নং রাজৈ আনোয়ার হোসেন। এছারা বিভিন্ন ইউনিয়নে সতন্ত্র ও আ’লীগ- বি এন পি’র বিদ্রোহীসহ ১৮ জন প্রার্থী নিজ নিজ প্রতীক পেয়েছেন।