ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বিরূপ আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বিমানবন্দরের সব অপারেশনাল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির। এর আগে শুক্রবারই খারাপ আবহাওয়ার কারণে চট্টগ্রাম বন্দরের মালামাল খালাস বন্ধ করে দেয়া হয়। ঘূর্ণিঝড় রোয়ানু দুপুরের দিকে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।