‘খালেদার মামলায় অন্যায় কিছু হলে মেনে নেবে না বিএনপি’

Slider রাজনীতি

14873_hannan

 

 

 

 

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলায় অন্যায়ভাবে কিছু করার চেষ্টা করা হলে দলের নেতাকর্মীরা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্রি. জে. (অব.) আ স ম হান্নান শাহ। তিনি বলেছেন, আমাদের নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি তো করছেনই, আবার এখন ঘোষণা দিচ্ছেন, অমুক তারিখে উনি যদি না যান, তাহলে উনার বিরুদ্ধে  গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। আমি এতটুকু বলতে চাই, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আজ রাজধানীর সেগুনবাগিচায় সাগর-রুনি মিলনায়তনে গাজীপুরের মেয়র অধ্যাপক এমএ মান্নানের মুক্তির দাবিতে সচেতন নাগরিক  ফোরাম, গাজীপুর মহানগর আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হান্নান শাহ বলেন, আবার সাবধান করছি সরকারকে। প্রত্যেকটি নেতা-কর্মী জানে, অনেক নির্যাতন-লাঞ্ছনা আমরা সইছি। তবে নেত্রীর ওপর যদি অন্যায় কিছু হয়, তাহলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী তারা কিছুতেই তা  মেনে  নেবে না। তিনি বলেন, বর্তমান শাসকদল বিএনপিকে নেতৃত্বশূূন্য করতেই খালেদা জিয়ার বিরুদ্ধের একের পর এক মামলা দিচ্ছে। তারা হয়তো ভুলে  গেছেন মামলা দিয়ে, জেলে নিয়ে বিএনপির নেতৃত্বকে ধাবিয়ে রাখা যাবে না। সরকারকে উদ্দেশ্য করে হান্নান শাহ বলেন, নিজেদের ঘর সামলান, বিএনপির দিকে কামান ঠেকানোর চেষ্টা করবেন না। সামনে আপনাদের কাউন্সিল হবেÑ দেখেন কি হয়। ভারত রাষ্ট্র বাংলাদেশের বর্তমান আওয়ামী সরকারকে অনৈতিকভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। সেই দেশে বসে আওয়ামী লীগ সরকার উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে বলে অপপ্রচার চালানো হচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ  থেকে এখন পর্যন্ত ভারতের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হয়নি  কেনÑ এমন প্রশ্ন রাখেন তিনি। বিএনপির সিনিয়র এই নেতা বলেন, বর্তমান সরকার অবৈধ ও অনির্বাচিত। তারা জনগণের ভোটে ক্ষমতায় আসেনি। এরা মুখোশধারী গণমন্ত্রমনা। কাজে  দেশে সুষ্ঠু নির্বাচন হলে ভারতের বিজিপি মতো জয় পাবে বিএনপি আর কংগ্রেসের মতো অবস্থা হবে আওয়ামী লীগের। সচেতন নাগরিক ফোরাম গাজীপুর কমিটির সভাপতি আলী হোসেন হাওলাদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, গাজীপুর জেলা সাধারণ সম্পাদক সাইয়েদুল আলম বাবুল, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম আবদুল্লাহ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *