ঘূর্ণিঝড়ের সর্বশেষ

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি

weather-SM-220160520071118

 

 

 

 

ঢাকা: ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকা থেকে আরও খানিকটা উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়েছে।

শুক্রবার (২০ মে) সকাল পৌনে ৭টায় আবহাওয়াবিদ আব্দুর রহমান  জানান, ঘূর্ণিঝড়টি বর্তমানে বাংলাদেশের উপকূল থেকে ১২৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এর আগে বৃহস্পতিবার (১৯ মে) রাত ৮টা নাগাদ ঘূর্ণিঝড়টি উপকূল থেকে ১৩শ’ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

তিনি আরও জানান, কখন এটি আঘাত হানবে তা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না।

এদিকে, ‘রোয়ানু’র আঘাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে জানমাল রক্ষায় উপকূলীয় জেলাগুলোয়ে শুক্র ও শনিবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছে সরকার।

ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলের আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করে প্রয়োজনে দুর্গতদের পর্যাপ্ত শুকনো খাবার, পানীয়-জল প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া নগদ অর্থ বরাদ্দ করা রয়েছে। সাইক্লোন শেল্টারগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভলান্টিয়ার প্রস্তুত রাখা হয়েছে, তারা মাইকিং করে স্থানীয়দের সতর্ক করছেন ৪ নম্বর হুঁশিয়ারি সংকেতের কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *