শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: নারায়নগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্চিত করার প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে এক প্রতিবাস সমাবেশ করেছে ক্ষুব্ধ শিক্ষক শিক্ষার্থীরা ।
আজ সকালে উপজেলা চত্তরে শ্রীপুর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যান সমিতির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের কান ধরে ওঠবস করে এ প্রতিবাদ সমাবেশে করে ।
সমাবেশে বক্তারা নারায়নগঞ্জের সাংসদ সেলিম ওসমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে অতি সত্তর সারা দেশের শিক্ষক সমাজের কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান। এ সময় প্রতিবাস সভায় একাত্বতা প্রকাশ করেন জনপ্রতিনিধিরা । এমন ঘৃন্য অপরাধের শাস্তি না হলে সারা দেশের শিক্ষক শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে যাবে বলে প্রতিবাদ সভায় হুশিয়ার করা হয়।
গাজীপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন মিঞার সভাপতিত্বে প্রতিবাদসভায় বক্ত্যব রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল জলিল ,ভাইসচেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল,মহিলা ভাইসচেয়ারম্যান ফরিদা জাহান স্বপ্না,উপজেলা শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতি মোস্তাহিদুল আলম হ্যাপি, সাধারন সম্পাদক সামসুল হক,শিক্ষক কল্যান ঐক্যজোটের সাধারন সম্পাদক সাহাবুদ্দিন মাস্টার ,পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম প্রমূখ ।