নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠবস করানোর ঘটনায় ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই উঠে না বলে জানিয়েছেন জাতীয় পার্টির স্থানীয় এমপি সেলিম ওসমান। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ক্লাবে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন তিনি। গত শুক্রবার ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাত দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ বন্দরের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠবস করিয়ে সাজা দেওয়া হয়। এমপি সেলিম ওসমানের সামনেই এ ঘটনা ঘটে। ওই ঘটনার পর সারাদেশে সমালোচনার ঝড় ওঠে। সেলিম ওসমানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও অহ্বানও জানানো হয়। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এরই ব্যাখ্যা দিলেন তিনি। সংবাদ সম্মেলনে সেলিম ওসমান বলেন, আমি কার কাছে ক্ষমা চাইব? আল্লাহর কটাক্ষকারীর সাজা হয়েছে। আমি যদি মরেও যাই তাও ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না।