স্টাফ করেসপন্ডেন্ট
গাজীপুর অফিস: পারবারিক বিরোধের জের ধরে বাড়িতে হামলা ভাংচূর ও লুটপাট করে বাবা ও মাকে মেরে গুরুতর আহত করেছেন দুই ছেলে। টাকার অভাবে থানা মামলা না নেয়ায় আহত মা গাজীপুর আদালতে মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার গাজীপুর আদালত সূত্রে ওই সংবাদ জানা যায়। তবে আদালত মামলাটি গ্রহনের জন্য ওই থানাকেই নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে বলা হয়, ২৬ আগস্ট মঙ্গলবার বিকালে পারিবারিক বিরোধের জের ধরে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চান্দরা পল্লীবিদুৎ গ্রামের মা ছকিনা বেগম(৩৫) ও বাবা হারুন অর রশিদ(৫০) কে অমানবিকভাবে নির্যতান করেন তাদের দুই ছেলে ইব্রাহিম ও এমারতের নেতৃত্বে একটি সন্ত্রাসী গ্রুপ। গুরুতর আহত বাবা মা বর্তমানে সাভার এনাম মেডিক্যালে ভর্তি রয়েছেন। এই ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা নিয়ে গেলে টাকা না থাকায় পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয়। ফলে ২৮ আগস্ট মা ছকিনা বেগম চিকিৎসাধীন অবস্থায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত গাজীপুরে উপস্থিত হয়ে দুই ছেলে সহ ১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য কালিয়াকৈর থানাকে নির্দেশ দেন।