জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাজিরের জন্য শেষবারের মতো সময় দিয়েছেন আদালত। আগামী ২রা জুন আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে আদালতে হাজির থাকতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল খালেদা জিয়ার। তবে খালেদা জিয়া অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি বলে সময় চেয়ে আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। শুনানি শেষে বিচারক সময় মঞ্জুর করেন এবং আদেশে বলেন, আগামী তারিখে হাজির না হলে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। এর আগে আত্মপক্ষ সমর্থনের জন্য চারবার সময় নিয়েছেন খালেদা জিয়া।