ঢাকা: নাম সম্রাট। নিরীহ প্রকৃতির চাউনি। সন্দেহ হল গোয়েন্দাদের। জিজ্ঞাসা করতেই বাকরুদ্ধ। কড়া ভাষায় জিজ্ঞাসা করতেই সরল স্বীকারোক্তি, স্যার স্বর্ণ আছে। তবে পেটের ভেতর। পরে পায়ু পথে বের হল একে একে ১৫টি স্বর্ণবার।
এভাবেই এক সপ্তাহের ব্যবধানে বৃহস্পতিবার (১৯ মে) হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক যাত্রীর পেট থেকে জব্দ করা হল স্বর্ণ।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক মো. তারেক মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।