এখবন খবর এলো, লাঞ্ছনার শিকার নারায়ণগঞ্জে পিয়ার সাত্তার লতিফ হাই স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে স্ব-পদে বহাল করা হয়েছে। একই সঙ্গে ওই স্কুলের গর্ভনিং কমিটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ রাজধানীর আর্ন্তজাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, গতকাল রাতে তিনি তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেয়েছেন, যার ভিত্তিতে এ ব্যবস্থা নেয়া হলো। এর আগে ধর্ম অবমাননার অভিযোগে ওই শিক্ষককে মারধর করা হয়; স্থানীয় এমপির উপস্থিতিতে তাকে কান ধরে ওঠ-বসও করানো হয়। পরে প্রধান শিক্ষকের পদ থেকে তাকে বহিস্কার করে স্কুল কতৃপক্ষ।
শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কে ধন্যবাদ। কারণ তিনি জাতির ভাষা বুঝতে পেরেছেন। একজন শিক্ষককে একজন সাংসদ কান ধরে উঠ-বস করানোর কারণে জাতির কান কাটা যাচ্ছে এটা বুঝতে পারার জন্য মন্ত্রীকে অভিনন্দন। এখন আশা থাকল, কান ধরে উঠ বস করানোর কারণে যে ফৌজদারী অপরাধ হয়েছে তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী কি করেন। আর আইন প্রনেতা দ্বারা সংবিধান লংঘনের যে ঘটনা ঘটেছে এই বিষয়ে স্পিকার কি সিদ্ধান্ত গ্রহন করেন।
জাতি এখন অধির আগ্রহে অপক্ষো করছে, স্বারাষ্ট্রমন্ত্রী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ও মাননীয় স্পিকারের দিকে।
ড. এ কে এম রিপন আনসারী
এডিটর ইনচীফ
গ্রামবাংলানিউজটোয়েন্টিফোরডটকম