কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। রাজ্যের মোট ২০টি জেলার ৯০টি গণনা কেন্দ্রে ২৯৪টি বিধানসভা আসনের এ ভোট গণনা শুরু হয়।
বৃহস্পতিবার (১৯ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) ভোট গণনা কার্যক্রম শুরু করেন কর্মকর্তারা।
এই ভোট গণনার পর জানা যাবে, রাজ্যের ৬ কোটি ৩৭ লাখ ভোটার কাকে দিচ্ছে সরকার পরিচালনার ম্যান্ডেট।