বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি দেড় বছরের ছেলে নেহাল সাদিককে ধারালো অস্ত্র দিয়ে হত্যার কথা উল্লেখ করেন।
উত্তরখানের মাস্টারপাড়া সোসাইটির বাসা থেকে গত ১৮ এপ্রিল রাতে শিশু নেহালের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ফাহমিদাকেও আহত অবস্থায় পাওয়া যায়।
শিশুটির বাবা সৈয়দ সাজ্জাদ হোসেনের অভিযোগ, তার স্ত্রী ফাহমিদা সন্তানকে হত্যা করে নিজেও আত্মহত্যার চেষ্টা চালান।
উত্তরখান থানার ওসি শেখ সিরাজুল হক বলেন, মামলার তদন্ত কর্মকর্তা বুধবার ফাহমিদাকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের আবেদন জানান। ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামান তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
তদন্ত সূত্র জানায়, সন্তান হত্যার অভিযোগে গ্রেফতার করা হলেও প্রথমে তা স্বীকার করেননি ফাহমিদা। সে সময় তিনি দাবি করেন, তার স্বামীর নির্দেশে সহযোগীরা নেহালকে হত্যা করে। পরে জানা যায়, দাম্পত্য কলহ ও সন্দেহের জের ধরে তিনিই সন্তানকে হত্যা করেন।
সূত্র আরও জানায়, মানসিকভাবে ভাসাম্যহীন থাকায় তাকে প্রথমে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন। এরপর জবানবন্দি দিতে চাইলে তাকে আদালতে হাজির করা হয়।