দুই ‘রাজাকারকে’ কারাগারে পাঠানোর নির্দেশ

Radio জাতীয়

 

2016_02_07_14_59_21_N8qTHgPJqHqW2Q0LzNJWpS1SSO7ga3_original

 

 

 

 

ঢাকা : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় নড়াইলের আবদুল ওহাব ও ওমর আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বুধবার (১৮ মে) রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হক এ আদেশ দেন।

এর আগে আবেদনের শুনানিতে প্রসিকিউটর সুলতানা রাজিয়া বলেন, আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগের তদন্ত চলছে। তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাদেরকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। ট্রাইব্যুনালে আরও উপস্থিত ছিলেন প্রসিকিউটর সাইদুর রহমান।

মামলা চলাকালে ট্রাইব্যুনালের এজলাসে আসামি আবদুল ওহাব ও ওমর আলীকে হাজির করা হয়। ট্রাইব্যুনালের নির্দেশের পর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় তাদের। একই সঙ্গে মামলার পরবর্তী তারিখ আগামী ২১ জুলাই নির্ধারণ করা হয়।

প্রসঙ্গত, এ দুই আসামি বিশেষ ক্ষমতা আইনের মামলায় নড়াইলে গ্রেপ্তার ছিলেন। তবে ট্রাইব্যুনালের আদেশের পর তাদেরকে যুদ্ধপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *