গাজীপুরে ছাত্রলীগ সভাপতি গভীর রাতে আদালতে, সড়ক অবরোধ

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

DSC08721

স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ এরশাদকে নিরাপত্তাজনিত কারণে গভীর রাতে আদালতে হাজির করা হয়েছে। আদালতে সামনে সড়ক অবরোধের মুখে আদালত আসামীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গাজীপুরের বিচারিক আদালত সংক্ষিপ্ত শুনানী শেষে বুধবার জামিন শুনানীর দিন ধার্য্য করে আসামীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আদালতে আসামীর অবস্থানকালে ছাত্রলীগ কর্মীরা আদালত ভবন সংলগ্ন রাজবাড়ি রোডে সমাবেশ করে সড়ক অবরোধ করে রাখেন।

পুলিশের একটি সূত্র জানায়, কালিয়াকৈর থানা থেকে মাসুদ এরশাদকে নিরাপত্তাজনিত কারণে মঙ্গলবার ভোররাতে কড়া নিরাপত্তার মধ্যে গাজীপুর আদালতে আনা হয়। সকাল সাড়ে ১১টায় শুনানী শেষে তাকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক  জানান, আসামী এরশাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। ওই মামলায় তার পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

প্রসঙ্গত: সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কালিয়াকৈরর মৌচাক এলাকায় নিটল টাটা গ্রুপের কারখানার পরিত্যাক্ত মালামালের ব্যবসা করে আসছিল  কালিয়াকৈর উপজেলা যুবলীগের আহবায়ক হিরু মিয়া ও যুগ্ম আহবায়ক জুয়েল গ্রুপের কর্মীরা। সোমবার সকালে ওই কারখানা থেকে মালামাল বের করার সময় ছাত্রলীগের গাজীপুর মহানগর শাখার সভাপতি মাসুদ এরশাদসহ ছাত্রলীগের কর্মীরা এতে বাঁধা দেয়। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে গুলিবিনিময়ের ঘটনাও হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়।

আহতদের মধ্যে জুয়েল রানা, হিরু মিয়া, জুয়েল, রুমেনসহ ৫জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে শিল্প-পুলিশ ও কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে মাসুদ এরশাদকে আটক করে থানা নিয়ে যায় পুলিশ। মাসুদ এরশাদের বাসা গাজীপুর শহরের উত্তরছায়াবীথীর শশ্মানঘাট এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *