গ্রাম বাংলা ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে টানা দু’ঘন্টা বৈঠক করলেন সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। দীর্ঘ এ বৈঠকে তিনি নওয়াজকে এক মাসের জন্য পদত্যাগ করা সহ অনেকগুলো অপশন দিলেন। তিনি পদত্যাগ করলে ওই এক মাসে গত বছরের নির্বাচন নিয়ে যে কারচুপির অভিযোগ উঠেছে তা তদন্ত করা হবে। তবে সেনাপ্রধানকে নওয়াজ জানিয়ে দিলেন, তিনি পদত্যাগ করবেন না। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল খবর দিয়েছে, বৈঠকে নওয়াজ শরীফকে সেনাপ্রধান পদত্যাগ করতে অনুরোধ করেছেন। তবে এ রিপোর্ট প্রচার হওয়ার পর পরই আইএসপিআর থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে, এমন খবর ভিত্তিহীন। ওদিকে আন্দোলনরত পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান ও পাকিস্তান আওয়ামী তেহরিকের প্রধান তাহিরুল কাদরির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছে। এতে তাদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয়া, হত্যা চেষ্টা, ডাকাতি ও রাষ্ট্রীয় বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ আনা হয়েছে। জবাবে পিটিআই প্রধান ইমরান খান বলেছেন, আসলে নওয়াজের শাসনের ইতি ঘটার সময় এসে গেছে। সর্বোচ্চ ৪৮ ঘন্টার মধ্যে আমরা নওয়াজকে বিদায় জানাবো। আজ সকালে বুলেটবিদ্ধ হয়ে তার এক সমর্থক নিহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি । সকালে পাকিস্তান টেলিভিশন পিটিভি সদর দফতরের ভিতর প্রবেশ করে প্রায় ৮০০ বিক্ষোভকারী। তবে তার কিছু পরে পাকিস্তান সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের ওই ভবন থেকে বের করে দেয়। তবে ইমরান খান দাবি করছেন, পিটিভি সদর দফতরের ভিতরে যারা প্রবেশ করেছে তারা পিটিআইয়ের কেউ নয়। তিনি বলেন, পুলিশি পোশাকে সরকার বাইরে থেকে লোক ভাড়া করেছে। তারা নির্যাতন চালাচ্ছে তার কর্মীদের ওপর। এ জন্য প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসারকে শাস্তি পেতে হবে।