ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়া থেকে হরিণের চামড়া, মাদকদ্রব্য, মোবাইল ও নগদটাকাসহ তিনজনকে আটক করেছে র্যাব-৬।
সোমবার (১৬ মে) রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক তিনজন হলেন- ব্যাপারী পাড়া এলাকার চুতুর আলীর ছেলে কোরবান আলী (৪৫), তার স্ত্রী আমেনা খাতুন (৩৮) ও শরিফুল ইসলামের ছেলে মামুনুর রশিদ (২৮)।
ঝিনাইদহ ৠাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. মনির আহম্মেদ জানান, রাতে শহরের ব্যাপারী পাড়ায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে এবং হরিণের চামড়া পাচার করছে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে এ তিনজনকে আটক করা হয়।
এসময় ঘটনাস্থল থেকে একটি হরিণের চামড়া, চার লাখ তিন হাজার ৫’শ ৩০ টাকা, ১৬টি মোবাইল, একটি ক্যামেরা, দুই পিস ইয়াবা, ২০ গ্রাম হেরোইন, ৪শ’ গ্রাম গাঁজা ও ১৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
আটক তিনজন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিলেন বলে জানান মনির আহম্মেদ।