গ্রাম বাংলা ডেস্ক: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ সোমবার সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুসের সম্পুরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দীর্ঘ ছয় বছর কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রী বলেন, আইন সবার জন্যই সমান। জোবাইদা স্বামীর চিকিৎসা শেষ না হওয়ার কারণ দেখিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার ছুটি বাড়ানোর আবেদন করেন। তবে মন্ত্রণালয়ের কাছে তার আবেদনটি ‘যৌক্তিক’ মনে না হওয়ায় ছুটি মঞ্জুর করা হয়নি।
উল্লেখ্য, ২০০৮ সালের ১২ই সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডন যান জোবাইদা রহমান। এরপর থেকে সেখানেই বসবাস করছেন তিনি।
সরকারি দলের অপর সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী নাসিম জানান, দেশে ইবোলা ভাইরাস প্রতিরোধে সরকার থেকে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। স্থলসহ দেশের ২৫টি আন্তর্জাতিক বন্দরে ইবোলা সংক্রান্ত মেডিক্যাল টিমের কাছে পর্যান্ত পরিমাণ ঔষধের ব্যবস্থা রয়েছে। ন্যাশনাল মনিটরিং সেল গঠনের পাশাপাশি রাজধানীসহ ১৬টি জেলায় ‘ইবোলা আইসোলেশন ওয়ার্ড’ চালু করা হয়েছে। তবে এই রোগ প্রতিরোধে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রী আরো জানান, সম্ভাব্য ইবোলা ভাইরাস সংক্রমন প্রতিরোধকল্পে পশ্চিম আফ্রিকার চারটি দেশ যথাঃ সিয়েরালিওন, লাইব্রেরিয়া, গিনি ও নাইজেরিয়া থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে ইমিগ্রেশন বিভাগে আলাদা কাউন্টার খোলা রয়েছে এবং সংশ্লিষ্ট দেশ থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে ২১ দিন পর্যনত বিশেষ পর্যবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে হযরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইবোলা সনাক্তকরণের জন্য বিশেষ থারমাল স্ক্যানার মেশিনের ব্যবস্থা করার জন্য বিশ্ব সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে।