গ্রাম বাংলা ডেস্ক: রাজধানীর বনানীতে একটি বাসায় শিল্পপতি দম্পতির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম আব্দুর রব। তার স্ত্রীর নাম রোকসান। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত আব্দুর রব আফছার গ্রুপের চেয়ারম্যান বলে পুলিশ জানিয়েছে। পুলি জানায়, বনানী ডিওএইচএসের ৫ নম্বর সড়কের ৬০/২ নম্বর বাসায় থাকতেন আব্দুর রব ও তার স্ত্রী রোকসানা। পুলিশের ধারণা পারিবারিক কলহের জের ধরে রাতে আব্দুর রব তার লাইসেন্সকৃত পিস্তল দিয়ে স্ত্রীকে গুলি করে হত্যা করেন। পরে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ওআি বাসায় ছুটে যায়। খবর দেয়া সিআইডির ক্রাইম সিন সদস্যদের। এছাড়া খবর পেয়ে র্যাব-পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্যান্টনমেন্ট থানার সেকেন্ড অফিসার কামরুল ইসলাম মানবজিমন অনলাইনকে জানান, প্রাথমিক আলামত দেখে মনে হয়েছে স্ত্রীকে হত্যার পর আব্দুর রব নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।