শারমিন সরকার
ব্যুারো চীফ
গ্রাম বাংলা নিউজ২৪.কম
শ্রীপুর অফিস: জেলার শ্রীপুর উপজেলার মাওনা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপহরণ হয়েছেন। পুলিশ বলছে, অডিটের ভয়ে তিনি পালিয়ে থাকতে পারেন। উদ্ধারের চেষ্টা চলছে।
স্থানীয় ও ভিকটিমের পারিবারিক সূত্র জানায়, মাওনা বহুমখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সিরাজ(৪০) তার পিতার নাম নুরুল ইসলাম। বাড়ি মাওনা পশ্চিমপাড়া গ্রামে। রোববার সকাল ৭টায় বাসা থেকে বের হন তিনি। রোববার দুপুরে উর্ধতন কর্তৃপক্ষ বিদ্যালয় পরিদর্শনের কথা থাকায় ওই সভায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের আমন্ত্রন জানাতে সকালে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেননি।। এরপর প্রধান শিক্ষকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সোমবার বিকাল পর্যন্ত অনেক খুঁজাখুঁজির পর তাকে না পাওয়ায় সন্ধ্যায় ভিকটিমের স্ত্রী শ্রীপুর থানায় একটি সাধরণ ডায়েরী করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহসিনুল কাদির জানান, টাকা পয়সা আত্মসাতের ঘটনা ধামাচাপা দিতে অডিটের ভয়ে প্রধান শিক্ষক আত্মগোপন করে থাকতে পারেন। তবে ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চলছে।