মুস্তাফিজের ‘ফিফটি’

Slider খেলা

 

14296_Mustafiz

 

 

 

 

 

টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটের ‘ফিফটি’ পূরণ করলেন মুস্তাফিজুর রহমান। ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) রোববার এই মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের এ পেসার। পুনে সুপারজায়ান্ট ও দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে আগের দুই ম্যাচে তিনি ছিলেন উইকটেশূন্য। কিন্তু রোববার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে তিনি নিলেন ৩২ রানে ১ উইকেট।

দলীয় পঞ্চম ও নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই পাঞ্জাবের অধিনায়ক মুরলি বিজয়কে ফেরান তিনি। মুস্তাফিজের অফ-কাটারে পরাস্ত হয়ে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ তুলে নেন মুরলি। এই নিয়ে টি-টোয়েন্টি ৫০ উইকেট নিলেন মুস্তাফিজ। বাংলাদেশি এ বাঁহাতি পেসারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় গত বছর ২৪ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে। তার প্রথম শিকার ছিলেন শহিদ আফ্রিদি।

এ পর্যন্ত ১৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুস্তাফিজের উইকেট ২২। আর ঢাকা প্রিমিয়ার লীগে (বিপিএল) ঢাকা ডায়নামাইটসের হয়ে নেন ১৪ উইকেট। আর আইপএলের চলতি আসরে এখন পর্যন্ত ১২ ম্যাচে তিনি নিলেন ১৪ উইকেট। এতে টি-টোয়েন্টি তার মোট উইকেট ৫০। আর আইপিএলের চলতি আসরে সর্বোচ্চ উইকেট দখলকারীদের তালিকায় তার নাম তৃতীয় স্থানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *