ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া-বিষয়ক মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম ই টডের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।
সোমবার সকালে রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট উপস্থিত ছিলেন।
বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ, ইনাম আহমেদ চৌধুরী, রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন।
বৈঠক শেষে মঈন খান সাংবাদিকদের জানান, রাষ্ট্রদূতের নিমন্ত্রণে তারা এখানে এসেছেন। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে।
এর কয়েক দিন আগে মধ্য ও দক্ষিণ এশিয়া-বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ঢাকা সফর করেন। সে সময় তার সঙ্গে বিএনপি নেতাদের আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি।