আসলাম চৌধুরীই নন, জড়িতরা সবাই বেরিয়ে আসবে

Slider রাজনীতি

 

9906_kamal

 

 

 

 

ঢাকা : ‘দেশকে অস্থিতিশীল করতে বিএনপি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মোসাদ’র সঙ্গে হাত মিলিয়েছে। মোসাদ’র সঙ্গে বৈঠকে শুধু আসলাম চৌধুরীই নন, আরো কয়েকজন জড়িত। শুধু আসলাম চৌধুরীকেই নয়, যারাই মোসাদ’র সঙ্গে বৈঠকে জড়িত, সময় মতো তাদের সবাই বেরিয়ে আসবে।’

রোববার (১৫ মে) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুল খাঁন কামাল এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একইসঙ্গে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’

বিএনপি এর আগেও দেশে ধ্বংসাত্মক কাজ করেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি যে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মোসাদ’র সঙ্গে বিএনপি নেতার বৈঠকই তার বড় প্রমাণ।’

তিনি আরো বলেন, ‘মোসাদ’র সঙ্গে বৈঠকের খবর আমরা পত্রপত্রিকায় দেখেছি। দেশবাসীও জানে। এ নিয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। মোসাদ’র সঙ্গে বৈঠকে তারা কী কী পরিকল্পনা করেছে- আশা করি, সব তথ্য বেরিয়ে আসবে।’

জুলহাস-তনয় হত্যাকাণ্ডে বিদেশি কোনো জঙ্গিগোষ্ঠী জড়িত কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশি জঙ্গিরাই আইএসসহ বিভিন্ন নামে এসব পরিকল্পিত হত্যাকাণ্ড চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তারা ধরাও পড়ছে।’ দেশি জঙ্গিদের তৎপরতা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে যখনই পরিকল্পিত হতাকাণ্ড হয়, কিংবা টার্গেট কিলিং ঘটে ঘটনার সর্বোচ্চ দুই ঘণ্টার মধ্যে আইএস এর নামে দায় স্বীকার করে একটি সাইটে তা প্রচারিত হয়। অথচ আমরা সব সময় বলে আসছি- বিদেশি জঙ্গি সংগঠনের সঙ্গে আমাদের জঙ্গিদের কোনো সম্পর্ক নেই। এখানে আন্তর্জাতিক জঙ্গি নেই। আমাদের দেশে যেসব জঙ্গি রয়েছে তারা বিভিন্ন নামে দেশকে অকার্যকর করার জন্য পরিকল্পিত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *