গাজীপুর: গাজীপুরের টঙ্গী থানা এরশাদনগর এলাকার একটি বিল থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৫ মে) সকালে ওই এলাকার সাত্তার মেম্বারের বাড়ির পাশের বিল থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, টঙ্গী স্বেচ্ছাসেবক লীগ নেতা ও এরশাদনগর এলাকার আলাউদ্দীনের ছেলে শরীফ উদ্দীন (৩২) এবং একই এলাকার হারুণ মিয়ার ছেলে জুম্মন মিয়া (৩৫)।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে বিলের ধারে মরদেহ দু’টি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
এসআই জহুরুল ইসলাম বলেন, শরীপের ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। আর জুম্মনের মাথায় আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের কুপিয়ে হত্যা করে এখানে মরদেহ ফেলে যায় দুর্বৃত্তরা।
‘টঙ্গী স্বেচ্ছাসেবক লীগ নেতা শরীফ মেলায় খেলনা বিক্রি করা জুম্মনকে নিয়ে জুটের (তৈরি পোশাক কারখানার অব্যবহৃত কাপড়) ব্যবসা করতেন।