‘আওয়ামী লীগের একক রাজত্ব জনগণ মেনে নেবে না’

Slider রাজনীতি

 

14031_abbas

 

 

 

 

 

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপিকে ধ্বংস করা ক্ষমতাসীন দলের একমাত্র এজেন্ডা। তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের সব নেতাকর্মীকে কারাগারে নিয়ে একাই রাজত্ব করতে চায়। কিন্তু দেশের জনগণ তা মেনে নেবে না। আজ সকালে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এক যৌথসভায় তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, সরকার পতন কিংবা ক্ষমতায় যেতে বিএনপির আন্দোলন নয়। বিএনপি মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় রাজপথে আন্দোলন করে যাচ্ছে। কাউকে ছোবল দিতে বা আক্রমণ করতে নয়। আমরা চাই স্বাধীনতা স্বার্বভৌমত্বে অস্তিত্ব রক্ষা করতে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে মহানগর বিএনপির এই আহ্বায়ক বলেন, বিগত আন্দোলনে মাঠে নামেননি। তারা দয়া করে রেস্ট নেয়া বাদ দেন। নিজে বেঁচে থাকতে দেশের স্বার্থে রাজপথের আন্দোলনে শরিক হন। মনে রাখবেনÑ খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট আওয়ামী লীগের উদ্দেশ্য আছে। তারা উদ্দেশ্যে ছাড়া রাজনীতি করে না।  তাই সবাইকে সজাগ থাকতে হবে। যে দেশে গণতন্ত্র চাপা দেয়া হয়,  সেখানেই জঙ্গিবাদের উত্থান ঘটে বলে মক্তব্য করেন মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জশিট দেয়ার প্রতিবাদে আগামী ১৬ই মে ঢাকা মহানগর বিএনপি সমাবেশ করবে। ইতিমধ্যে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সমানে এবং রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশ করার অনুমতি চেয়া হয়েছে। মির্জা আব্বাসের সভাপতিত্বে যৌথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহানগর বিএনপির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অর্থবিষয়ক সম্পাদক আব্দুস সালাম, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজীর আবুল বাশারসহ ঢাকা মহানহর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *