তারা হলেন, প্রান্ত দুগ্ধ খামারের কর্মচারী জিয়াউর রহমানের ছেলে নাছির (১৫) ও জীবন (১৬) এবং তাদের ফুফাতো ভাই শাহাদাত (১৪)।
শনিবার সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, জীবন ও নাছির হেমায়েতপুরে একটি গ্যারেজে কাজ করত। শাহাদাত প্রান্ত দুগ্ধ খামারের মালিক শহিদুল ইসলামের মালিকানাধীন গুডনাইট চাইনিজ রেস্টুরেন্টে কাজ করে মামাতো ভাইদের সাথে খামারের ভিতরে থাকত।
নাছির ও জীবনের মা নাছিরন জানান, রাত ১১ টার দিকে তিন ভাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠতে দেরি করায় তাদের ডাকতে গেলে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। পরে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা খুললে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়
জিয়াউর রহমান জানান, রাতে চাইনিজ রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসে ভাগিনা শাহাদাত। পরে তিন ভাই মিলে সেই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে।
সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেল শেখ বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ধারনা করা হচ্ছে চাইনিজ হোটেলের খাবার খেয়ে তাদের মৃত্যু হতে পারে। কিন্তু ময়না তদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত সে বিষয়ে নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না।