তারা হলেন— উপজেলার চরগজারিয়া এলাকার প্রয়াত আনিছুল হকের ছেলে অজিউল্যাহ ও একই উপজেলার চরআফজাল গ্রামের প্রয়াত জামাল উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন।
পুলিশ বলছে, অজিউল্যাহ একটি জলদস্যু বাহিনীর প্রধান এবং নিজাম তার সহযোগী।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি এলজিসহ কয়েকটি রামদা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, বড়খেরী এলাকায় জলদস্যুরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে— শনিবার ভোররাতে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে বাহিনীর প্রধান অজিউল্যাহ ও তার সহযোগী নিজাম উদ্দিনকে গ্রেফতার করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যায়।
তিনি জানান, গ্রেফতার অজিউল্যাহ জলদুস্যু বাহিনীর প্রধান এবং নিজাম তার সহযোগী। অজিউল্যাহর বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ এক ডজন মামলা রয়েছে।
এই জলদস্যু বাহিনীর অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি ইকবাল।