গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর সুকন্দিবাগ এলাকায় পানির পাম্প (সাবমারসিবল) স্থাপনের জন্য তৈরি করা কুপে পড়ে শনিবার সকালে এক স্কুলছাত্র নিহত ও একজন আহত হয়েছে।
নিহতের নাম রোমানুর রহমান (৫) সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারির ছাত্র। আহত অপর ছাত্রের নাম পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই বছর আগে সুকন্দিরবাগ এলাকায় হায়দরাবাদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাবমারসিবল স্থাপনের জন্য একটি কুপ খনন করা হয়। পরে এটি পরিত্যক্ত অবস্থায় বালি দিয়ে ভরাট ছিল। গত দুই দিন বৃষ্টি হওয়ায় ফলে বালি নিচের দিকে দেবে যায়। সকালে ওই স্কুলের ছাত্ররা মাঠে খেলাধুলা করছিল। এক পর্যায়ে দুই ছাত্র ওই কুপে পড়ে যায়। পরে স্থানীরা তদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোমানুরকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তাররুজ্জামান জানান, সাবমারসিবলের পরিত্যক্ত কুপে পড়ে এক ছাত্র নিহত ও একজন আহত হয়েছে।