বাংলাদেশের তিনটি বেসরকারি ব্যাংকের ডাটা চুরি করেছে তুরস্কের একটি হ্যাকার দল। নেপালের দুইটি ব্যাংকের ডাটাও চুরি করেছে তারা। চুরি এসব ডাটার সবই অনলাইনে প্রকাশ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। মার্কিন সাইবার নিরাপত্তা বিষয়ক ওয়েবসাইট ‘ডাটাব্রিচটুডে’ এ খবর জানিয়েছে। তাতে বলা হয়, বজকার্টলার নামের তুরস্কের ওই হ্যাকার দল এর আগে কাতার ন্যাশনাল ব্যাংক ও সংযুক্ত আরব আমিরাতের ইনভেস্টব্যাংকের তথ্য ফাঁস করে দিয়েছিল। এবারে দক্ষিণ এশিয়ার পাঁচটি ব্যাংকের তথ্য ফাঁস করেছে তারা। বাংলাদেশের তিনটি বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক, সিটি ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক। আর নেপালের ব্যাংক দুইটি হলো বিজনেস ইউনিভার্সাল ডেভেলপমেন্ট ব্যাংক ও সানিমা ব্যাংক। এসব ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট ডাটা রয়েছে এমন ফাইল আর্কাইভের লিংক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ওই অ্যাকাউন্টটি ‘গ্রে উলফ’ বা ‘ধূসর নেকড়ে’ হিসেবে পরিচিত বজকার্টলার হ্যাকার দল নিয়ন্ত্রণ করে থাকে। এশিয়ার আরও ব্যাংকের ডাটা প্রকাশ করে দেয়া হবে বলে হুমকিও দিয়ে রেখেছে হ্যাকার দলটি।