সিরাজগঞ্জে বজ্রপাতে নারী ও শিশুসহ নিহত ৫

Slider জাতীয়

 

 

 

2016_05_12_11_32_58_uKTywegjB6luVSsNgO7PL3w7ehTatJ_original

 

 

 

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলায় বজ্রপাতে নারী ও শিশুসহ ৫জনের মৃত্যু হয়েছে। এ সময় ২টি গরুও মারা গেছে। নিহতরা হলেন, রায়গঞ্জ উপজেলার চকপুর গ্রামের নুর নবীর শিশু কন্যা নুপুর খাতুন (৮), বৈকন্ঠপুর গ্রামের দারুজ্জামানের ছেলে কৃষক আব্দুল মোতালেব (৪২) ও হাসিল মাদ্রাসার সহাকরী শিক্ষক আনোয়ার হোসেন (৪৫) এবং উল্ল¬াপাড়া উপজেলার শিমলা গ্রামের আব্দুল লতিফ (৩৫) ও বেতুয়া গ্রামের গৃহবধু শাহিনুর বেগম (৩০)। স্থানীয় পাঙ্গাসী ইউনিয়নের সদস্য মাহে আলম জানান, বৃহস্পতিবার বিকেলে শিশু নুপুর বাড়ির পাশে ইট ভাটার কাছে খড়ি কুড়াচ্ছিল। এমন সময় বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু। একই সময়ে মোতালেব গ্রামের মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে সেও ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তার ২টি গরু’রও মৃত্যু হয়। এদিকে, সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের বেজগাতি গ্রামের বাসিন্দা ও রায়গঞ্জের হাসিল মাদ্রাসার সহকারী শিক্ষক আনোয়ার হোসেন বজ্রপাতে নিজ মাদ্রাসার মাঠের মধ্যেই মারা যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এঘটনায় ওই এলাকা গুলোতে শোকের ছায়া নেমে এসেছে’ বলেন ইউপি সদস্য মাহে আলম। অপরদিকে, উল্ল¬াপাড়া থানার ওসি দেওয়ান কউশিক আহমেদ জানান, বৃহস্পতিবার বিকেলে বজ্রসহ বৃষ্টিপাতের সময় উপজেলার শিমলা গ্রামের আব্দুল লতিফ ও বেতুয়া গ্রামের শহিনুর বেগম বজ্রপাতের কারনে মারা গেছে। প্রসঙ্গত, এরআগে ৭ মে সিরাজগঞ্জের শাহজাদপুর ও চৌহালী উপজেলায় বজ্রপাতে ৩জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নে ২জন এবং চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের চরসদিয়া চাঁদপুরে ১জনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *