পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ঢাকা থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার সংক্রান্ত বিষয়টি তুরষ্ক সরকারের পক্ষ থেকে ঢাকাকে জানানো হয়নি। যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির প্রেক্ষিতে তুরস্ক তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স খবর দেওয়ার কয়েক ঘণ্টা পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন গণমাধ্যমকে। তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে অফিশিয়ালি বা আনঅফিশিয়ালি কোনো তথ্য নেই। ওই রাষ্ট্রদূত আমাদের জানিয়েছেন, তিনি দেশের বাইরে যাচ্ছেন। তার অবর্তমানে অন্য একজন দায়িত্ব পালন করবেন সে কথাও আমাদের জানিয়েছেন। অপরদিকে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাডলুর খবরে বলা হয়, নিজামীর ফাঁসি পরবর্তী পরিস্থিতি পর্যালোচনার জন্য ঢাকা থেকে রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।