বান্দরবানের দুর্গম সীমান্তে বিজিবি ক্যাম্প লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। তবে কারা নিক্ষেপ করেছে এই বিষয়ে নিশ্চিত করে জানাতে পারেনি বিজিবি। তবে বিজিবি ধারণা করছে সীমান্তে মায়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এই ঘটনার সঙ্গে জড়িত। এই ঘটনায় কোউ আহত হয়নি বলে জানিয়েছে বিজিবি। গত বুধবার রাত সোয়া দশটার দিকে জেলার দুর্গম থানচি সীমান্ত বিজিবি বুলুপাড়া ক্যাম্পে এ ঘটনা ঘটে। আলীকদমের ৫৭ ব্যাটালিয়নের কমান্ডার লে: কর্ণেল রেজা বলেন, থানচি উপজেলার সীমান্ত বিজিবি’র নতুন বুলুপাড়া ক্যাম্প। গত বুধবার রাত সোয়া দশটার দিকে হঠাৎ করে পরপর ছয়টি মর্টার শেল নিক্ষেপ করা হয়। মর্টার শেলের আঘাতে হ্যালিপ্যাডের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্যাম্পের আশপাশে মর্টার শেলগুলো বিষ্ফোরিত হলেও বিজিবির কোন সদস্য আহত হয়নি। নিক্ষেপ করা মর্টার শেলগুলো বিজিবি’র কাছে রয়েছে। কারা নিক্ষেপ করেছে এই ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মর্টার শেলগুলো মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি নিক্ষেপ করতে পারে। পাল্টা জবাব দিতে বুলুপাড়া ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা দুইটি মর্টার শেল নিক্ষেপ করে। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের বিজিবি অফিসে সেক্টর কমান্ডার কর্ণেল হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, বিজিবি ক্যাম্প লক্ষ্য করে কারা ৬টি মর্টার শেল নিক্ষেপ করেছে জানা যায়নি। বিষয়টি অবহিত করতে ও জবাব চাইতে মায়ানমারের বিজিপি এবং রাষ্ট্রদূতের কাছে চিঠি পাঠানো হবে। সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় আছে। পরিস্থিতি স্বাভাবিক বিরাজ করছে। তিনি আরো বলেন, গত এক সপ্তাহ ধরে সন্ত্রাসীদের ধরতে বিভিন্ন দুর্ঘম এলাকায় বিজিবি অভিযান অব্যহত রয়েছে।