চার খাতে বিদেশি শ্রমিক নিয়োগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার পরিবহন মন্ত্রী লিও টিয়ংলাই।
দেশটির ইংরেজি সংবাদমাধ্যম স্টার অনলাইন বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, কর্মী সঙ্কটে ভুগতে থাকা ম্যানুফ্যাকচারিং, নির্মাণ, বৃক্ষরোপণ ও আসবাব শিল্পের উদ্যোক্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ার মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
দু’মাস আগে বিদেশি কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি।
মন্ত্রী লিও টিয়ংলাইকে উদ্ধৃত করে স্টার অনলাইন আরও জানিয়েছে, ‘জনবলের তীব্র সঙ্কটের কথা মাথায় রেখে এসব খাতে বিদেশি শ্রমিক নিয়োগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।’