‘জামায়াত নিষিদ্ধ হওয়া সময়ের ব্যাপার’

Slider রাজনীতি

13591_ahmed

 

 

 

 

 

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতাদের বিচার হয়েছে এবং হচ্ছে। ওই রায়েই যুদ্ধাপরাধী এবং মানবতাবিরোধী সংগঠন হিসেবে জামায়াতের বিচারের কথা বলা হয়েছে। এখন যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী নিষিদ্ধ হওয়া সময়ের ব্যাপার মাত্র। আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এখন পর্যায়ক্রমে এই প্রক্রিয়া শুরু হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের ক্ষমা করেননি। আমি আপনাদেরকে তাঁর বক্তব্য উদ্ধৃত করে বলছি। তিনি বলেছেন, যুদ্ধকালীন হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগকারী, লুটপাটকারীদের ক্ষমা নেই। কাজেই বঙ্গবন্ধুকে উদ্ধৃত করে যে কথা বলা হচ্ছে, সেট সত্য নয়। বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের দুটি বড় অর্জন হলো বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের ন্যায়সংগত বিচার সম্পন্ন করা। অনেক বাধা-বিপত্তির পরও এই দুটি বিচার সম্পন্ন হয়েছে। এটি বড় অর্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *