মঙ্গলবার রাত ২টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে মানরা এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৬ জন।
নিহতরা হলেন— মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সন্ধ্যাদিয়ার অঞ্জু দে (৩২), বরিশালের গৌরনদীর সুমন বেপারী (২৮) এবং গাড়ির সুপারভাইজার গৌরনদীর নজরুল (৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে মানরা এলাকায় বরিশালগামী ঈগল পরিবহনের যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানকে সাইড দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। পরে তাদের মধ্যে ২৩ জনকে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।
গোলড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই ) এনামুল হক জানান বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্যই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে। তবে গাড়ির চালক পালিয়ে গেছে