নওয়াজকে অযোগ্য ঘোষণার আবেদন হাইকোর্টে

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

38861_f6
গ্রাম বাংলা ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণার দাবিতে লাহোর হাইকোর্টে একটি পিটিশন করা হয়েছে। এতে বলা হয়েছে, দেশের রাজনৈতিক সঙ্কটের মাঝে সেনাবাহিনীকে ডেকে তিনি অযোগ্যতার প্রমাণ দিয়েছেন। তাই তাকে অযোগ্য করা উচিত। ইনসাফ লয়ারস ফোরামের সিনিয়র সভাপতি এডভোকেট গওহর নওয়াজ আজ এ পিটিশন দাখিল করেছেন। উল্লেখ্য, শুক্রবার পার্লামেন্টে ভাষণ দেয়ার সময় প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেন, তিনি সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফকে পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) এর ইমরান খান ও পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি) এর প্রধান তাহিরুল কাদরির সঙ্গে যোগাযোগের অনুমতি দিয়েছেন। একই সঙ্গে সরকার ও এই দু’নেতার সঙ্গে মধ্যস্থতা করার জন্য দায়িত্ব দিয়েছেন। নওয়াজ শরীফের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ইমরান খান ও তাহিরুল কাদরি। তারা বলেছেন, এতে সেনাবাহিবীর সহায়তা চাওয়া হয়েছে। আলাদা বক্তব্যে তারা বলেন, এর মাধ্যমে প্রধানমন্ত্রী জাতির সামনে মিথ্যা কথা বলেছেন। পরে অবশ্য মুখ খোলে সেনাবাহিনী। তারা সংক্ষিপ্ত একটি বিবৃতি দেয়। এতে বলা হয়, তারা শুধু সরকারের পক্ষে দেশের চলমান সঙ্কট উত্তরণে সহায়তাকারীর ভূমিকা পালন করছে। এ ঘটনার পরই আজ নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণার দাবিতে লাহোর হাইকোর্টে ওই আবেদন করলেন গওহর নওয়াজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *