‘ক্ষমতা হারালে আগামীতে ফেরার সুযোগ ক্ষীণ’

Slider রাজনীতি

004_211086

 

 

 

 

 

 

বিরোধী দলের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে ইতিহাসে কোন স্বৈরশাসকদের ক্ষমতা দীর্ঘস্থায়ী হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. ফখরুল আলমকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে দেয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, ৫ জানুয়ারি একতরফা নির্বাচনের পর জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার মাধ্যমে শাসন ক্ষমতায় এসে বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী রাষ্ট্রীয়ক্ষমতা দীর্ঘস্থায়ী করার অপচেষ্টা অব্যাহত রেখেছে। কারণ অতীত ইতিহাস ভুলে গেলেও আওয়ামী লীগ অন্তত এটুকু অনুধাবণ করতে পারছে যে, জনগণের ওপর অত্যাচার নিপীড়ণের মাত্রা বৃদ্ধির কারণে এবার ক্ষমতা হারালে আগামীতে ক্ষমতায় আসার সুযোগ অত্যন্ত ক্ষীণ। এই চিন্তা মাথায় রেখেই বর্তমান শাসকগোষ্ঠী এখন বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর ক্রমাগত জুলুম নির্যাতনের পথ বেছে নিয়েছে। তিনি বলেন, এরই ধারাবাহিকতায় মো. ফখরুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। অতীত ইতিহাস সাক্ষ্য দেয়Ñ জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর অত্যাচার ও নিপীড়ণ নির্যাতন চালিয়ে কোন স্বৈরশাসকই রাষ্ট্রীয় ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সক্ষম হয়নি।
অবিলম্বে মো: ফখরুল আলমের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *