‘রায়ের বিরুদ্ধে হরতাল ডাকা কি আদালত অবমাননা নয়?’

Slider রাজনীতি
06-05-16-human-chain_press-_210869
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিচারপতিদের নিয়ে কথা বললে আদালত অবমাননা হয়, মন্ত্রী-এমপিদের আদালতে তলব করা হয়। আর আদালতের রায়ের বিরুদ্ধে যে হরতাল ডাকা হল, তা কি আদালত অবমাননা নয়?

রোববার  জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় শিগগিরই কার্যকরের দাবি ও হরতালের বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি অবিলম্বে হরতাল আহ্বানকারীদের আদালতে তলব করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশে যে হরতাল হচ্ছে বোঝার কোনো উপায় নেই। কয়েকটি অনলাইন মিডিয়া ও পত্রিকা যদি জামায়াতের হরতালের খবর না প্রকাশ করত, তাহলে দেশের মানুষ জানত-ই না আজ হরতাল।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘কোনো গোষ্ঠী বা দলের দাবির ভিত্তিতে নয়, একাত্তরে সংঘটিত অন্যায়ের প্রতিকারের জন্যই আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচার করছে।’

সাম্প্রতিক হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আচঁলের নিচে ব্লগার, বিদেশী, ইমাম হত্যাকারীদের নিরাপদ আশ্রয়স্থল।’

তিনি বলেন, ‘২০১৯ সালেও বিএনপি ক্ষমতায় আসতে পারবে না জেনেই বিএনপি নেত্রী আলোচনায় থাকার জন্য প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে নোংরা মিথ্যাচার করছেন।’

সংগঠনের সভাপতি চিত্রনায়ক ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফালগুনী হামিদ, মুখপাত্র হাবিবুর রহমান, সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, নাট্য ব্যাক্তিত্ব এম খালেকুজ্জামান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *