ফরিদপুর: বজ্রপাতে ফরিদপুরের নগরকান্দায় কৃষক হাফিজ তালুকদার (৪৫) ও চরভদ্রাসনে ভোট দিয়ে ফেরার পথে আমেনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে নগরকান্দা উপজেলার শশা গ্রামের মৃত আজিজ তালুকদারের ছেলে হাফিজ তালুকদার (৪৫) জমিতে ধান কাটতে যান। দুপুর ১২টার দিকে হঠাৎ করে বৃষ্টি নামতে শুরু করে। এসময় বজ্রপাতের শব্দে তিনি জমির পাশের মেশিন ঘরে আশ্রয় নেন। এরপর মেশিন ঘরের উপর একটি বজ্রপাতের আঘাতে কৃষক হাফিজ তালুকদারের মৃত্যু হয়।
অন্যদিকে, চরভদ্রাসনে ইউপি নির্বাচনে ভোট দিয়ে ফেরার পথে বজ্রপাতে আমেনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়। তিনি উপজেলার হাজী ডাঙ্গী গ্রামের ওমর মন্ডলের স্ত্রী। তিনি দুপুরে দিকে চরভদ্রাসন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে যান। ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতের ঘটনা ঘটে। পরে তাকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ইশরাক রিকু তাকে মৃত ঘোষণা করেন।