জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের নির্বাচনে ২ ইউপি সদস্য প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা নিয়েছেন।
এছাড়া ওই ইউনিয়নের ঠান্ডারবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই, প্রিজাইডিং অফিসার রকিবুল ইসলামকে মারধরের ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।
দুপুরে ওই ইউনিয়নের বিলেরপাড় ও ডেরুরবিল গ্রামের ১২০০ মানুষকে ভোট দিতে বাধা দেওয়ায় অভিযোগ এনে দুই সাধারণ সদস্য প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। এরা হলেন, ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য আলমাস হোসেন ও মাহবুবুর রহমান।
সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাসুদ জানান, একটি কেন্দ্রে একটু অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ায় ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।