নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে ধর বন্ধু আমার কেহ নাই

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা সারাদেশ

DSC07627
মোস্তফা কামাল/মোঃ জাকারিয়া
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে ধর বন্ধু আমার কেহ নাই। যদি বউ সাজগো আরো সুন্দর লাগবে গো–এশিয়ান টিভির গাজীপুর প্রতিনিধির ওই গানের তালে তালে মাতিয়ে ছিলো সাংবাদিকদের নৌ-আনন্দভ্রমন।

শরতে নদী পথে প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করতে অনুষ্ঠিত হল গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে নৌ-আনন্দ ভ্রমন।

শনিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত গাজীপুরের ঐতিহাসিক বেলাই বিল হয়ে বালু নদীর পাড়ে অনুষ্ঠিত হলো ব্যাতিক্রম ধর্মী ওই উৎসব।
DSC07569

সকাল ৯টায় গাজীপুর মহানগরের তিতারকুল বাজার সংলগ্ন বেলাই নদীর পাড়ে একটি ইঞ্জিনচালিত নৌকায় উঠে বসেন সাংবাদিকেরা। তারপর চলে নদী পথে ভ্রমন। নাচ গান আর বাধ্যযন্ত্রের তালে তালে সৃষ্টি হতে থাকে প্রকৃতির মাঝে সংবাদকর্মীদের আনন্দ উল্লাসের মুহূর্তগুলো। কানাইয়া বাজার, পূবাইল বাজার হয়ে নৌকা চলে যায় বালু নদীতে। একপর্যায়ে নদী পাড়ে একটি খালি জায়গায় নৌকা নোঙর করে বসে। শুরু হয় খাওয়া দাওয়া আর নাচ গান। এরমাঝে অনুষ্ঠিত হয় একটি ছোট আনন্দ সভা। সাংবাদিকেরা বক্তব্য দিয়ে তাদের অনুভূতির বহিঃপ্রকাশ করেন।

গাজীপুর প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আইয়ের গাজীপুর প্রতিনিধি ফজলুল হক মোড়লের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলানিউজের এ কে এম রিপন আনসারীর পরিচালনায় অনুষ্ঠিত আনন্দ সভায় প্রধান অতিথি ছিলেন এনটিভির  স্টাফ করেসপন্ডেন্ট ও গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল একাত্তরের গাজীপুর প্রতিনিধি ইকবাল আহমেদ সরকার।

আরো বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের গাজীপুর প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক নাজিম উদ্দিন সরকার, দপ্তর সম্পাদক মোহনা টিভির গাজীপুর প্রতিনিধি আতিকুর রহমান আমিন, কোষাধ্যক্ষ জাহিদুর রহমান বকুল, চ্যানেল নাইন এর গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান সাদ, এশিয়ান টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি হুসাইন আলী বাবু, দৈনিক মানবকণ্ঠের গাজীপুর প্রতিনিধি সামসুল হক ভূইয়া,মাইটিভির গাজীপুর প্রতিনিধি মহিন উদ্দিন রিপন, একুশেবানীর আমজাদ হোসেন মুকুল প্রমূখ।

এ ছাড়া সভায় নতুন সদস্য যারা উপস্থিত ছিলেন তারা হলেন, মনোয়ার হোসেন রণি, ডাঃ বোরহান উদ্দিন অরণ্য, মোস্তফা কামাল, মোঃ জাকারিয়া, মোঃ মাহবুবুর রহমান, আতিকুর রহমান আতিক ও সহযোগী সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান প্রমূখ।

আনন্দ সভা ও খাওয়া দাওয়া শেষে সাংবাদিকেরা পুনরায় নৌকায় উঠেন। অতঃপর আবার শুরু হয় নাচ, গান। একপর্যায়ে রাত ৯টার দিকে নৌ-আনন্দ ভ্রমনের নৌকাটি তিতারকুল ঘাটে ভীড়লে সবাই যার যার বাসায় চলে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *