ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ আটজন আহত হয়েছেন।
শনিবার (৭ মে) সকাল ১০টার দিকে ইউনিয়নের উত্তর সতর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গরীব শাহ ও বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. লিটনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়৷
গুলিবিদ্ধ পাঁচজনকে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আহতদের মধ্যে মো. রফিক, কবির ও খোকনের নাম জানা গেছে।
এদের মধ্যে রফিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানান, গরীব শাহের সমর্থক পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল মজুমদারের ছোড়া গুলিতে তিনি আহত হয়েছেন৷
হাসাপাতালের আবাসিক চিকিৎসক সারোয়ার জাহান গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনের হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন৷
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী সংঘর্ষের কথা জানালেও আহতদের ব্যাপারে কিছু বলেননি।