গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের ষোলটাকা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে অবরুদ্ধ করে রাখার জেরে ওই কেন্দ্রের ভোট আধ ঘণ্টা বন্ধ রাখার পর তা ফের শুরু হয়েছে। প্রিজাইডিং অফিসার মাহফুজুর রহমান জানান, সকাল ৯ টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আয়ুব আলী ওই কেন্দ্রে গেলে তাকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আমিনুল ইসলাম দেলবারের কর্মী সমর্থকরা অবরুদ্ধ করে রাখে। এ সময় উত্তেজনা তৈরি হলে জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে ভোটগ্রহণ বন্ধ করে দেন প্রিজাইডিং অফিসার। পরে সাড়ে ৯ টার দিকে জেলা প্রশাসক পরিমল সিংহ ও পুলিশ সুপার হামিদুল আলম ঘটনাস্থল পরিদর্শন শেষে আবার ভোটগ্রহণ শুরুর নির্দেশ দেন। এদিকে কাজীপুর ইউনিয়নের এইসএসকে মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রকাশ্যে সীল মারার অভিযোগে শিখা খাতুন নামের একজন ভোটারকে রুমে নিয়ে বসিয়ে রাখেন প্রিজাইডিং অফিসার। ১০ মিনিট থেকে নির্বাচন সাময়িক স্থগিত করেন।