ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কাউতলি এলাকা থেকে পাঁচ ডাকাতকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
এসময় তাদের কাছ থেকে পাইপগান, দু’টি কার্তুজ, তিনটি ধারালো ছুরি ও একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
বুধবার (০৪ মে) দিনগত রাতে তাদের আটক করা হলেও বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে ডিবি।
আটক ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার এলাকার মোবারক হোসেনের ছেলে মো. সোহেল (২৯), বেতবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হাসেমের ছেলে বারেক মিয়া (২২), নন্দনপুর গ্রামের হামদু মিয়ার ছেলে অটোরিকশা চালক তুষার মিয়া (২৫), সুতিয়ারা গ্রামের মন মিয়ার ছেলে ছালেক মিয়া (২৫) ও শহরের মেড্ডা এলাকার শাহজাহান মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (৩২)।
কুমিল্লা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় আটক হন তারা।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবী হোসেন জানান, আটক পাঁচজনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।