রাজধানীর উত্তরায় দুর্বৃত্তদের গুলিতে এক পোশাক কর্মকর্তা নিহত হয়েছেন।
নিহত মো. আতিক (৩০) উত্তরার অনন্ত গার্মেন্টসে কর্মরত ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক দুর্বৃত্তদের গুলিতে আতিকের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, রাতে ওই ব্যক্তির কাছ থেকে টাকা ছিনতাইয়ের পর তাকে গুলি করা হয়। পরে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
এরপর চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত একটার দিকে মারা যান পোশাক কর্মকর্তা আতিক।