বুধবার ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসাইন এ রিমান্ড মঞ্জুর করেন।
তড়িৎ কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ফেরদৌস আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্বেও ছিলেন।
রাজধানীর কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শামীম আহাম্মেদ বুধবার এই শিক্ষককে মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিন রিমান্ডের আবেদন করেন। ফেরদৌসের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী মোহাম্মদ সেলিম।
পরে শুনানি শেষে জামিন নাকচ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সহায়তায় মহিলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ছিলেন আইনজীবী ফাহামিদা আকতার। তিনি বিশ্ববিদ্যালয়ের চারজন ছাত্রীর প্রতিনিধিত্ব করেন।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে মঙ্গলবার রাতে কলাবাগান থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলাটি করেন আহসানউল্লাহর এক ছাত্র। পরে রাত ২টার পর ইস্কাটন এলাকার একটি ফ্ল্যাট থেকে ফেরদৌসকে গ্রেফতার করে পুলিশ।
বিভিন্ন সময়ে নিজ বিভাগের ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ উঠার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত শনিবার তাকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি এ বিষয়ে তড়িৎ কৌশল বিভাগের প্রধানের কাছে দুটি অভিযোগ করা হয়